ঘর ছেড়ে মাটির রসে শরীর
জড়াতে নিসঙ্গ রাতের ঘাসে বুনি
মানবিক ক্ষুধা,
পিঁপড়ের গর্তে জমা রাখি
সব আবেগ ।
কিন্তু কপালের ভাঁজে
তাড়া করে অদূরদর্শী
রক্তস্রোত ।


চাঁদের বুকে একটা অচিন
মানচিত্র লুকানো..
জীবন তার পরদেশী বন্ধু ।
সমুদ্র আমার ডাকপিয়ন
রংধনু চিঠি সেই ভাসাবে।