নিঃসঙ্গ নির্জনে আমার থেকে জন্ম হয় তোমার,
অন্ধকারে ফুলকলি বিকশিত হওয়ার মত ।
চেতনা যে পাহাড়ি শহরে চলে যায়,
তা থেকে বেরোতে থাকে কতগুলো ক্লান্ত পাখির ঝাঁক ।
ধূয়োর সাগরে হারাতে হারাতে ভূলে যাই কোথাই ছিলাম ।
তবে লগ্ন ভাল হলে অজানার ট্রেন ধরে ফিরে আসি আমাদের গ্লোবাল রাস্তায় ।