দেখি তার খোলা চুল আলোক ঝলমলে,
কাঁধ বেয়ে কটিদেশ ছুঁতে নাহি পারে।
ঘন কালো চোখ জোড়া-ভ্রুলেখা কপালে,
কি স্নিগ্ধ তার চাহনি! বোঝাই কি করে!


টোল ভাসা হাসি মাখা গোলাপী কপোলে,
কালো তিলে কুপোকাত প্রেমিক অচিরে।
উঁকি দেয়া দুল জোড়া  চুলের আড়ালে,
অনুভূতি জমা হয় মনের শিবিরে।


একা বসে দেখা সব ভুলে অপলকে,
হঠাৎ  কি যেন এসে ভেঙে দিল ঘোর!
চোখ জুড়ানো  সে এক  অপূর্ব  রমণী!

রূপ ম্লান -দেখলাম এতক্ষণ যাকে,
এই দোষে নয় দোষী  নারী কিংবা নর,
আপেক্ষিক সৌন্দর্যের বিচিত্র ধরণী।


সনেটের ধরনঃ পেত্রার্কীয়
বৈশিষ্ট্যঃ ১৪ পঙক্তি;১৪ মাত্রা, ২ পর্বের।