পুরুষ হয়ে  করলি ধর্ষণ
মনুষ্যত্ব  বিবেক ছাড়ি,
সেও তো কারো মা-বোন ;
কারো প্রিয়তমা স্ত্রী।


জেনে রাখ তুই  মানুষ রূপী,
কুলাঙ্গার কাপুরুষ।
জ্বালাও পোড়াও কাটো এমন
নরপশুর অণ্ডকোষ।


নয় সে কোন মাংসপিণ্ড,
নয় সে কেবল নারী।
হতে পারে শিকার- তোর মা মেয়ে বোন,
তখন অন্য কেউ শিকারী।


ক্ষমতা শক্তি বাহুবলে হয়তো,
হয়ে যাবি কারা পার।
শাস্তি হবেই,পাবি না রেহাই,
শেষ বিচারে আল্লাহর  দরবার।


এমন সন্তান করো না প্রসব,
মিনতি মায়েদের প্রতি।
কষ্টে গর্ভে ধারণ যারে,
করে অন্য গর্ভের ক্ষতি।


পৃথিবীর মানুষ তোমাদের বলছি -
ভেবে দেখ একবার,
কি লাভ এমন প্রতিবাদে আর?
বার বার-
কালো প্রোফাইল পিকচার!


শুধু প্রতিবাদ আর ন্যায়বিচার নয়,
চাই চিরন্তন সমাধান।
চির শাশ্বত পথে ফিরে চল নইলে,
পাবে না পরিত্রাণ।