পিপাসায় বুক ফেটে যায় খুব
পানিতে মেশানো বিষ,
চুমুকে বিষাদ যন্ত্রণাময়
না পানে মৃত্যু শিস।


চোখ মেলে দেখি ঘুম গেল গুম
অধরা স্বপ্ন বোনা,
এলোমেলো ক্ষীণ জীবন এমন
অশ্রুর স্বাদ লোনা।


সকাল সকাল ঘুম থেকে ওঠা
বেঁচে থাকার তাগিদে,
আরামের খোঁজে বের হই রোজ
আরামের বিচ্ছেদে।


সব রাস্তায় হয় তামাশা
ফুটপাত মোড় দোকানে,
কত যে দ্বৈত গতি-দুর্গতি
সাজানো উঁচু দালানে।


ধনের ক্ষুধায় বিভোর এমন
চেনা আপন হারিয়ে,
শাবক জায়া ব্যস্ত এখন
চেয়ারে লিখি ঝিমিয়ে।


সময়ের ক্ষোভ-"প্রয়াসে যদি
একটু ধৈর্য রাখতে! "
ধৈর্য বলে-"আহারে কপাল
বুঝি নি সময় থাকতে!"