দেখো চেয়ে দূর আকাশে,
মেঘ নাচে খোলা বাতাসে,
ছবি হয়ে রং তুলিতে ছেপে রয়।


তুমি আমি বেলকনিতে,
চুপচাপ বসে এক কোণেতে,
হাতে রেখে হাত থামাতে এ সময়।


বহে দক্ষিণ হাওয়া শীতল ,
খোপা ভেঙে  তাতে বিলোল,
খোলা চুলের আড়ালে লুকোয়ে।


মেঘে ডাকে নামে বাদল,
তুমি আমি প্রেমে বিভোল,
জলকণা ছিটে জমা পায়ে পায়ে।


দুই হাতে কটি ধরে,
যেতে দেই না দূরে সরে,
মুখ লুকোবে কোন আড়ালে আজকে।


দেখে ফেলি ঠোটে হাসি,
চাই এর চেয়ে খানিক বেশি,
খুলে ফেলো বাধা লাজের সাজকে।


কেন চোখ দুটো তোর বন্ধ ?
প্রেমময়  উষ্ণ সুগন্ধ,
কোমল হাসি, টোল ভাসে কপোলে ।


এই গোধূলিতে স্তব্ধ,
বুকে দুরু দুরু শব্দ,
গাঢ় নিঃশ্বাস হারিয়ে অতলে ।


চোখে রেখে চোখ অপলক,
এই ধরণী যেন দ্যুলোক,
এ সময় যেন হারায়  প্রণয়ে।


ঠোঁট যেন গোলাপের পাপড়ি,
স্বাদে একদম যে আনাড়ি,
এতটা কাছাকাছি উভয়ে।


স্বরবৃত্ত ছন্দ
তাংঃ ১৬/০৯/২০২২
সময়ঃ ১১ঃ৩০