আমি বন্দী -
জীবন নামের বিনামূল্যে পাওয়া এক টুকরো চৌহদ্দিতে।
যেখানে শুধু ইট পাথরে বেড়ে ওঠা উঁচু উঁচু দালান শোভা পায়।
যেই দালানে কেউ কাউকে চায় না, কেউ কাউকে জানে না।
সেখানে শুধু ইট পাথরগুলো রঙিন হয়; মানুষের মন নয়।
নিকষ কালো স্বার্থপরতার অন্ধকারে ডুবে মরে সব মানবতার তরী।
লোভের অভিশাপে বিকারগ্রস্থ বিবেকগুলো নিশ্চুপ ঘুমিয়ে রয়।


আমি আজও বন্দী -
ওই বেঁচে থাকা নামক মায়ার জালে।
যে মায়া, সব কষ্ট সহ্য করতে পারে।
যে মায়া, খুব কঠিন সময়েও একা ফেলে চলে যায় না।
যে মায়া, সব গ্লানি অপমান চুপ করে সহ্য করতে পারে ।
সেই মায়া আমাকে মরতে দেয় না।
সর্বক্ষণ নাসারন্ধ্রে অক্সিজেন ফুঁকে দেয়।


আমি আজও বন্দি -
দায়িত্বের লৌহ কপাটের কারাবাসে।
যেখান থেকে পালাবার মত পথগুলো যেন-পাথুরে দেয়ালের গা বেয়ে চিরতরে থেমে গেছে।
প্রতিমুহূর্ত যেন চুপিসরে চিৎকার করে বলছে-" হেরে গেছো হে! হেরে গেছো !"
কেউ এখানে আসে স্বেচ্ছায় স্বাধীনতার খুনি হয়ে, কেউবা কপালের দোষে।


এই চৌহদ্দিতে,
মায়ার  কারাবাসে কোন জামিন হয় না,
হয় না কেউ বেকসুর খালাস।
এই আজীবন কারা বাসে -
আমি আজও বন্দি।