পিচ ঢালা রাস্তাটা চলে যায় যে কোথায়,
ঝিরিঝিরি হিমবাহ লাগে গায়ে কে ভাসায়?
সাদা নীল আকাশটা লাল রঙে ঢেকে যায়,
শেষ বেলা কোন দোষে অসহায় নিরুপায়।
সুখ খোঁজে ভূমিকায় সস্তায় মিথ্যায়,
সময়ের সঙ্গীরা অসময়ে বদলায়।
স্রোতধারা এসে শুরু নবরূপে মোহনায়,
খোলসের আড়ালে যে মুখোশের পরাজয়।


সন্ধ্যার বাতি জ্বলে আঁধারের জানালায়,
নিশি যোগে তারা ফোটে অসীমের বাগিচায়।
পাখিদের গান নেই হারিয়েছে জোছনায়,
যাযাবর আপাতত বিশ্রামে বিছানায়।
আধারের নীরবতা অপরূপ সমবায়,
ঘুম চোখে প্রান সব নির্বাক তন্দ্রায়।
কিছু প্রাণ জেগে রয় কল্যাণে প্রহরায়,
নবরসে ব্যস্ততা বিছানায় কবিতায়।
জীবনের এই ধারা শুরু হয় পুনরায়,
প্রভাতের সূর্যতে তুমি আমি কে কোথায়?


কঠিনের বাস্তব দেখো হায় কি শেখায়!
মুখোশের রণজয়ে মুখোশের পরাজয়।



ছন্দ: মাত্রাবৃত্ত ৪৪৪৪