ছিচকাদুনে বৃষ্টি কেন আসলি তাড়াতাড়ি
বর্ষা আসার আগেই যদি শুকিয়ে যায় বারি?
যদি নাই ভরে তোর শুকনো নদীর তল
কি হবে এতো কেঁদে, বল রে এবার বল!


রাস্তা ঘাটে পথে কাঁদায় মানুষ পড়ছে ধপাস
ভাঙছে তাদের কোমরগুলা এ কি কুমড়ো পটাস!
বৃষ্টি হাতে ছাতা ধরা মোটেও নয়তো সহজ
যদি এসে যায় দমকা বাতাস তবে এবার বোঝ।


ময়লা, খরা শেষ হলে তুই যাবি আবার যে
তখন আবার তোরই শোকে থাকবো চেয়ে চেয়ে
একটু আধটু কাঁদবি যখন সঠিক সময়ে কাঁদ
কেন রোজ সন্ধে বেলায়  ঢেকে রাখিস চাঁদ।