ইন্টিগ্রেশন, ক‍্যালকুলাসের চ‍্যাপ্টার একদিন শেষ হলো


ওই ছেলেটি আর মেয়েটির কলেজ স্ট্রিটে হাঁটা হয়নি আর


নির্বাচনী পরীক্ষার রুটিন হাতে ধরিয়ে দিয়ে পড়ার টেবিলে বন্দি করা হলো তাদের


বিভিন্ন মৌলের সংকেতে ভরা ব্ল‍্যাকবোর্ড মুছে গেল চিরতরে


ওরা পরীক্ষা দিয়ে পাশ করলো, এলো নাকের ডগায় ফাইনাল!


ওদের আর সবুজ ঘাস মাড়িয়ে ক্লাসে যাওয়া হয়নি।


ভীষণ মনোযোগী ক্লাসে আড়চোখে তাকিয়ে  অবস্থানটা জানা হয়নি আর


মেয়েটা ক্লাসে না আসলে ছেলেটার অস্থিরতা জানবে না কেউ


বৃষ্টিতে বই খাতা ভিজানোর পালা শেষ হয়েছে  আগেই।


কলেজ স্ট্রিটে এখন আরো চা'য়ের দোকান বসেছে


কড়া লিকারে, অল্প চিনিতে চুমুক দেয়া আর হয়ে ওঠেনি তাদের


প্রাকটিক‍্যালে সাইন করিয়ে নেবার সময় চোখে চোখ পড়েনি আর তাদের।


তেলাপোকার ব‍্যবচ্ছেদে চিৎকার চেচামেচি আর হবে না কখনও


পদার্থ বিজ্ঞানের সবথেকে কঠিন সুত্রটা না পড়েই


কলেজ স্ট্রিট থেকে তাদের পায়ের ছাঁপ মুছে গেল এক জনসমুদ্রের বিস্তির্ণ কোলাহলে।