দুঃখ এলো সুখের কাছে
কতো আর্তি, কতো মিনতি
সুখ যে হায় ভীষণ কৃপণ
দেয়না কাউরে নিমন্ত্রণ
একা একা সুখের সময়
যায় যে ভেসে হাসিতে
হাসির সময় শেষ হলে
দুঃখ আসে দহিতে!
কেউ কাউরে ছাড়বে না যে
ছাড়তে চাইলেও পারবে না সে
অল্প সময়ের এ জীবনে।
হাসির পরে কান্না আসে
যেমন রোদের পর বৃষ্টি নামে
আপনজনকে যায় যে চেনা
কি রুপ কার, সাদা-কালো
কে খারাপ আর কেবা ভালো
ধরা দেয় সে আঁধারে
জীবন যে নয় সহজ জিনিস
যায় বোঝা তা নিমিষে
কথা-বার্তায় প্রকাশ যা পায়
অন্তরেতে থাকে যে বেশিক্ষণ
এ জীবনে শেষ হবে না
দুঃখ-সুখের আলাপণ