সেদিন তোমাকে দেখলাম লাল রঙের শাড়িতে
শাড়ির সাথে মিলিয়ে লাল চুড়ি সাথে কপালে টিপ
কি অপূর্ব লাগছিলো দেখতে!
তোমাকে নিয়ে আরো ভেবেছি
লাল রঙের বদলে আসমানী কেমন মানতো ইত্যাদি।
তারপর কোনো এক অনুষ্ঠানে গাইতে দেখলাম
এ যুগের আধুনিক গান গাইছিলে
কি শ্রুতিমধুর সে কন্ঠ!
আমি আবারো তোমাকে নিয়ে ভেবেছি
আধুনিকের বদলে লালন কিংবা রবীন্দ্র সঙ্গীত কেমন গাইতে আমি জানিনা।
আবার একদিন ক‍্যাম্পাসে একজনের সাথে দেখলাম
হাত ধরে হেঁটে যাচ্ছিলে
কি দারুণ মানিয়েছে দুজনে!
আমি তোমাকে ভেবেছি আবারও
আমার কালো হাত তোমার হাতে মানাতো কি না!
উচ্চতা চলনসই কিংবা পছন্দ হতো কি না ইত্যাদি।
এভাবে অনেককাল তোমাকে ভেবেছি
তারপর হঠাৎ মনে হলো,
নিজেকে জানা হয়নি কোনোদিনই।