পৃথিবী আবার সুস্থ হবে কেটে যাবে সব আঁধার
উষ্কখুস্ক চুলে বুকের বোতাম খুলে
রঙিন বেলুন উড়িয়ে নিয়ে আসবে বাউন্ডুলে
রাস্তার মোড়ে মোড়ে দল বেঁধে ফুসকা খাবে স্কুল পালানো মেয়েরা।
কোনো পার্কের বেঞ্চে বসে আগামীর সমীকরণ মেলাতে
অধীর আগ্রহে হিসেব করবে প্রেমিক-প্রেমিকারা।
বৃষ্টিতে ভিজে হেঁটে যাবে তারা স্বপ্ন পুরনে।
সিনেমা হলের একটা সিটও আর ফাঁকা পরে থাকবে না
শহরের ওলি-গলি চিনে ক্লান্ত শরীরে বাড়ি ফিরবে বাড়ন্ত কিশোর
মন্দিরে বাজবে ঘন্টা, মসজিদে বিলিয়ে দেয়া হবে সিন্নি
বুকের সাথে বুক মেলাবে তারা আবার।
ভয়াবহ ব‍্যথি চলে গেলে দু জোড়া চোখের দেখা হবে আবার
অনেকদিনের না দেখা চোখে অশ্রু ঝড়বে তাদের
বৈশাখী মেলা, বিজয় দিবসে মুখরিত হবে আকাশ।


                ১৬.০৬.২০২০