মাথার উপর আকাশ ভেঙে ভীষণ অন্ধকারময়
কে কবে চুপটি করে সব ভুলে সকল দুঃখ সয়।
জ্ঞানীগুণী সব মানুষে কষ্ট সব সহ‍্য করতে কয়
কে আবার অনিয়মের বেড়াজাল সহজে মেনে লয়
দিনের পর দিন কি আর নিজের থেকে মন দূরে রয়!
ডিঙিয়ে সব কঠিন দেয়াল দূর হলো ভয়
ঝগড়া বিবাদ মিটিয়ে নিয়ে ফিরেই হলো জয়
বুকের এই অনুভূতি ফুরিয়ে যাবার নয়
পাহাড় জমা অভিমান সব তিলে তিলে ক্ষয়
তোমার সাথে অনেকবছর বাঁচতে ইচ্ছে হয়।