কি হবে এতো লিখে
অযথা জ্ঞান বিলিয়ে;
যদি না জানতে চায়
মহান রবের বিধানটাকে!


কি হবে হাঁক ডাকিয়ে
জোর কদমে ঢোল বাজিয়ে;
যদি না খুলতে চায়
সজাগ ঘুমের চোখটাকে!


কি হবে পথ দেখিয়ে
লক্ষ পথের তফাত করে;
যদি না ধরতে চায়
সত্যালোকের মশালটাকে!


কি হবে কথা বলে
সাহস করে নানান ছলে;
যদি না সেই কথাতে
গোঁড়ামিতার পর্দা সরে!


কি হবে ওয়াজ করে
মধুর সুরে গল্প করে;
যদি না সেই ওয়াজে
লোকের মনে তাসির করে!


কি হবে তর্ক করে
লোক দেখানো বাহাস করে;
যদি না সেই বাহাসে
তর্কবাগীশ মিলতে পারে!


হবে কী এসব ভেবে,
সব কিছু বৃথাই যাবে;
কখনও আসবে নাকি
এসব কথা উপকারে!


রচনাকাল
৩০ মে, ২০২০
৪:০৫ এ এম
মানিকদী, ঢাকা সেনানিবাস
বাংলাদেশ