ফসল লাগিয়ে, একটু জিরিয়ে, ক্লান্তির অন্তরায়,
গাছের ছায়াতে গামছা পেতে কৃষক ঘুমিয়ে যায়।
রিকশাওয়ালা ভর-দুপুরবেলা যাত্রীর চাপ কমলে,
দু-মুঠো খেয়ে শান্তির ঘুম দিয়ে আবার ছুটে চলে।
টোকাই ছেলেটা ভাঙা বোতলটা কুড়ায় রাস্তা থেকে,
দিনের শেষে রাজার বেশে ঘুমায় পরমসুখে।
ঐদিকে শিল্পপতি, কোটিপতি, সম্পদের পাহাড়,
নানান দেশের শিশি ঔষধের, ঘুম আসে না তার।
ডাক্তার নিজে করবে কি-যে! ভেবে পায় না কূল,
ঘুম আসে না রাত কাটে না সর্বচেষ্টায় ভুল।
টাকা বিলিয়ে, আভিজাত্য দিয়ে ঘুম কেনা যায় না,
মনের শান্তি বড় শান্তি, সবাই তা পায় না।