শিশুর অভিযোগ

শেষ করিল মাকে যারা
তারা মানুষ নয়
ঐ হায়েনাদের বিশ্ববাসি
পাচ্ছে দেখ ভয়।
আমার মায়ের করুন কান্নার
সুর বাজে যার কানে
কেমনে থাক পা ঘুটিয়ে
দেখ চেয়ে চেয়ে।
তোমার প্রানের মা বাবাকে
যদি নিত ছিনিয়ে
কেমনে তুমি থাকতে বসে
জানতে ইচ্ছে করে।
মানুষ নামের কেউ কি নেই
বিশাল পৃথিবীতে
থাকলে বল কেমনে মারে
আমার প্রিয় মাকে।
..........এম.মাহমুদুল্লাহ