আমি রবীন্দ্রনাথের কবিতা আমি ঝড় ঝড় প্রেমিক,


নজরুলের ঝঙ্কার আমি স্লোগান আমি বিদ্রোহ


আমি আদি আমি অন্ত।


আমি জীবনানন্দের ধুসর পাণ্ডুলিপি;


আমাকে এঁকেছে জয়নুল আবেদীনের রঙ তুলি


আমি মাইকেলের মধু আমি বঙ্গ আমি বাংলা


আমি হাজার মাইল বয়ে চলা পদ্মা মেঘনা যমুনা;


আমি জসিমউদদীনের পল্লীমাঠের সোনার ফালি


আমি চিরন্তন আমি চিরঞ্জীব আমি আউল বাউলের সুর,


আমি ছেষট্টি আমি একাত্তর,


আমিই শেখ মুজিবের বলিষ্ঠ কণ্ঠ;


বিশ্বের বুকে তর্জনী উঁচিয়ে থাকা নির্ভিক বাংলা।