মাছের বাজারে যে ঝকঝকে বাতি জ্বলে
উবু হয়ে সুগন্ধি মাখা চকচকে চেহারা
হাঁক ছাড়ে দাম ঝাড়ে
বড্ড শৈল্পিক লাগে কিন্তু আমি শালার
কিনতে গেলেই বিষাদ লাগে।


ব্যাগ নোট দ্বন্দ্বে মরে
মাঝেমধ্যে যুদ্ধ যুদ্ধ সাজ পড়ে
দু একটি গুলিও চলে, পতাকা বৈঠক কিংবা
দু পক্ষের কূটনৈতিক আলোচনা
নাহ কিছুতেই শান্তি এলো না!


ভাগ্যিস কচুর লতি এখনো বাজারে বিকে
শুয়ার গুলো লতি রেখে রক্ত চুষে।