ভোর হয়েছে সেই কবে মুছে গেছে উবে গেছে
শরতের শিশির গুলো কাশফুলের সাদার মাঝে
তবুও তোমার দেখা নেই!


হৃদয় মঞ্জিলে তোমাকে পাওয়ার স্বপ্ন পুষে
রোজ সকালে আমি ছুটি চড়ুই শালিকের সাথে


এই পথের ধুলো গুলো ঘূর্ণি বাতাসে
আমার দিকে ধেয়ে আসে প্রবল ঢেউ হয়ে।


খুঁজে বেড়াই সূর্যের মাঝে মেঘের দেশে  
কোথাও না দেখি তোমাকে পোড়া চোখে।


সন্ধ্যা ছ'টার গাড়িতে আমিও বাড়ি ফিরি
ক্লান্ত শ্রান্ত অশান্ত এক মন নিয়ে।  


ফিরতি পথে বুক পকটের শুকনো গোলাপ জোড়া
গুমরে কাঁদে আতরে মরে ভালোবাসার তরে।


ধুলি জমা চশমার কাচে এই শহরের
চকচকে আলোর খেলা ঝাপসা হয়ে আসে রোজ রাতে


তবুও হায়! বাঁচতে হয় চলতে হয়
ঠোঁটের কোণে চিলতে হাসি রাখতে হয়।