তোমার দক্ষিণ খিরকির খোলা বাগিচায়
ফুটেছে কুসুম কলি ছড়িয়েছে শোভা
হাজার জলধি ছাপিয়ে উর্মিমালা গুলো
আছরে পড়েছে নীলনদের কিনারায়।


দ্বিরেফ আসছে তোমার কুঞ্জবনে
ভালোবাসার হওয়ায় ভেসে ভেসে।


জীর্ণশীর্ণ ডানাগুলো আজি ক্লান্তশ্রান্ত
কিন্তু বিশ্রামের অবকাশ নাই
কিছুটা দূরে কিছুটা সময়ের তফাতে
হারায় যদি পুষ্পিত বাগিচা তুষার ঝড়ে!


কতোশত লাবণ্যের সলিলসমাধি হয়েছে
ভরা পূর্ণিমা রাতে। আজ তারা রয়েছে
শুধুই গল্প উপন্যাসের মহতি চরিত্রে।
দ্বিরেফ আসছে তোমার জন্য
ঠোঁটে হাজার মাইলের মরু পিপাসা নিয়ে
ক্ষতবিক্ষত ডানায় ভর করে।