স্বাধীন হয়েও মন স্বাধীন না হতে চায়,
বন্ধনের আবেশে মন বারেবারে ধায়,
এ যে কি এক জাদুর খেলায় জীবন মেতে বেড়ায়,
বাঁধনের ডোরেই তার সমাপ্তি চায়।


নিজেরে খুঁজে পেতে মন বহু ক্রোশ ধায়,
কে যে আপন আর কেই বা পর তা সে বুঝে না পায়,
তবুও সে ধায় যতদূর চায় -
কখনও লতাগুল্মের মত বনস্পতির ছায়ায়,
কখনো বা কোনও এক অলিখিত বাঁধনে -
পারিজাতের আঙিনায় আশ্রয় পায়।