মনের এক গহন গভীরে তোমারি বাস রবে নিভৃতে,
যারে ছোঁয়া নাহি যায়, ধরা নাহি দেয় -
সে আর কেহ নয় সে শুধুই আমারই প্রানের অনুভূতি।
আমারি হৃদয় তলে সে শুধু দীপ্তিমান হয়ে জ্বলে -
যার দোদুল্যমান চলনে মন গাহিয়া ওঠে,
নৃত্যের তালে তালে মন ছুটিয়া বেড়ায় জানা অজানার খোঁজে।
সে যে স্পটিকের ন্যায় স্বচ্ছ, তরঙ্গের ন্যায় উচ্ছল,
দিগন্তের ন্যায় বিস্তৃত, সীমাহীন অবিচল।
সে দুঃখে কাঁদিয়া ওঠে, আনন্দে নাচিয়া বেড়ায় –
এসবেরই মাঝে সে তার নিজের প্রকাশ ঘটায়,
নীরবে বলিতে চায় -
আজও আমি আছি প্রদীপের শিখাসম, তোমারি মাঝারে - ভুলনা মোরে কভু ভুলনা, আমি যে তোমারি অনুপ্রেরণা।