মনের গভীরে রেখেছি যে সুধা
টুপ টুপ ঝরে বারিসম সদা
অসময়ে কোন দিশেহারা পথে
শান্ত মনের উতলা জাগাতে
সদ্য ফোটা কলিটিরে লয়ে
বল না কী করি সুধাই কাহারে
ভোরের আলোর মিষ্টি পরশে
হিমেল বাতাস আহ্লাদে হাসে
রবির প্রণামে ভৈরবী তানে
ছোট্ট কলিটি আধ বোজা ঘুমে
আভায় ছড়ানো সোনালী চিকুন
চোখ পেতে দেখি কত না নতুন
অসময়ে ফোটা কলিটি আমার
তোর মিষ্টি মধুর কথার বাহার
আত্মীয় মোরা নিবিড়ে নিভৃতে
সখী না হয়ে কী দুর্জন সাজে!
বৈশাখী ঝড়ে রুধীতে দুয়ারে
জ্যৈষ্ঠের তাপে ছাতিমের ছায়ে
বর্ষায় তোর পুলকিত হাসি
বসন্তে মিলিবে পরাগ রাশি রাশি
ঝরা পাতা কালে দুটি হাত দিয়ে
কুড়িয়ে নেব যে তুলে পরম যতনে
অসময় ফোটা কলিটিরে লয়ে
বল না কী করি সুধাই কাহারে।