প্রভাতে রবির ছোয়া অপেক্ষার আকাশে
নীলিমায় দীপ্ত প্রভা চমকিত প্রকাশে
উদাসী হিমেল বাতাস উষার পরশে
কখন বলবে কথা চুপিসারে ঘাসে ঘাসে
মাধবী লতাটি চাহে অপলক নয়নে
রোমাঞ্চ ভরিয়ে কবে সে দুলিবে অঙ্গনে
দাবদাহে বালিয়াড়ি বিনীদ্র রজনী জাগে
তপ্ত প্রবাহ মাঝে কখন বরষা সাজে
নিঃসঙ্গ একলা দুপুর আলাপন বোঝে
অকারণ তরঙ্গ তুলে কারে যেন খোঁজে
চঞ্চল স্রোত যেন অভিযোগে গর্জনে
দিশেহারা আলিঙ্গনে তটিনীর সন্ধানে
নয়ন মুদিল দিবা গোধূলির সীমানায়
ভিনদেশী তারা ফোটে সাঁঝবাতির জলসায়
চাঁদ চায় গোধূলিকে তিলকে রাঙ্গাতে
জ্যোৎস্নায় ডুবিয়ে  নিশা আতসে ভরাতে
সন্ধ্যা তারাটি জ্বলে সাঁঝের আকাশে
আকাশ প্রদীপ জ্বালে অফুরান মিতালিতে
রাতের স্তব্ধতা জাগে নিভৃত আলাপনে
একান্ত আপনে মেশে স্বর্গীয় মননে
সপ্ত তরঙ্গে তরী নিয়তির আভাসে
জীবন মরণ মাঝে সে তোরণ একলা ভাসে ।