যা কিছু চাওয়ার ছিল সব তুমি  দিলে,
যা পাইনি তাই নিয়ে নাই বা ভাবিলে,
জীবনের সুখ পাখি কোনে বসে কয়,
শুকতারা হয়ে আমি জ্বলবো সভায়।
দুখ পাখি বলে তার নাইতো আশা,
অশ্রু নদীতে আমি ভাসাবো হতাশা।
সুখ বলে হতাশার মাঝে আমি আলো,
দূর করে দেবো আমি নিশীথের কালো।  
দুখ বলে বেদনার মাঝে আমি রাজা,
ক্ষমতার বলে দেবো তোদেরই সাজা।
সুখ বলে আমি থাকি সকলের মাঝে,
খুঁজে নিতে হবে মোরে বরনের সাজে,
মনে যদি ভাবো তুমি সুখ তবে আছে,
ভাবনার কোনে সুখ চুপি চুপি হাসে,
যদি তুমি গা ভাসাও সুখেরও অতলে,
জীবনের সর্ব সুখ পাবে গোপনে,
চাওয়াতে পাওয়াতে আমি বাস নাহি করি,
মনের জানালা দিয়ে ধরা আমি পরি,
জীবনের অংকটা থাক বন্ধ খাতায়,
হৃদয়ের সুখ-দুখ মিলে মিশে রয়।