নিশীথের মাঝে আলো-আঁধারিতে এক অস্পষ্ট ধ্বনি
ভেসে আসে মোর কানে
তারই মাঝে হাতখানি ধরে কে যেন ডাকে মোরে
তন্দ্রা আবেশে আলুথালু বেশে মৃদু হাসি হেসে
দাঁড়ায় রয়েছি একাকিনী আমি
অবাক বিস্ময়ে অসীমের পানে
যতদূর চাই শুধু শূন্যতা পাই
তারি মাঝে এক রাত জাগা পাখি
করুন সুরে কি যেন বলে মোরে
বুঝিতে না পাই।
পূবের আকাশে মুক্তার সাজে
সুখের তারাটি মিটিমিটি হাসে
অপরূপ রূপ চারিপাশে লয়ে
শান্ত স্নিগ্ধ বদন হেলায়ে
চোখের তারায় দৃষ্টি পাতায়ে
বলে যায় মোরে -
আজি হতে শুভদৃষ্টির পরে
আমি রইব তোরই সাথে অনন্ত অসীমে
আমি জ্বলবো তোরই চোখে
সুখের শুকতারাটি হয়ে।