স্বপ্ন এসে ঘুমের দেশে
বেদনার কথা শোনালো মনে সে
আবছা দেখা কুয়াশার বেশে
দুঃখের পেয়ালা দিলো সে না হেসে
জানি ঊষার ছোঁয়ায় কেটে যাবে রেশ
ঢেউয়ের দোলায় ভেসে যাবে ক্লেশ
তবু অবুঝ মন বোঝে না সে কথা
প্রতিক্ষণে তার বেদন-ব্যথা
বেড়ির মতই বন্ধনডোরে,
দুঃখের বসন গায়তে জড়িয়ে
জাগি পারাবারে নিঝুম আঁধারে
অচেতন মন চমকে ওঠেরে
যেন কোন এক অজানা দেশে
যাবে সে এ রাতে নতুন বেশে
মন বলে ফিরে যারে রাত পোহালে।
ভুলিনি স্বপ্নটাকে -
সে শুধুই বেদনার জালে কাঁদায় আমাকে।