আমি তো শুধু—
বিশুদ্ধ বিষুবরেখার উপর হাঁটছি!
কুমেরু সুমেরু—
সমান বিপরীতে শুধু বরফ,
অগোছালো জল—
খুবলে খাবলে গড়েছে দ্বীপ উপদ্বীপ,
আমি তার—
কোনও এক তুঙ্গ স্থানে করছি ভ্রমণ,
দুদিকের বাতাস—
সমান ছুটছে দুই ধার ধ’রে,
অদেখা দুইমেরু হতে—
হিমশৈল আসুক ধেয়ে নগ্নবেশে,
চুমু খেয়ে—
ফিরিয়ে দেবো দুদিকের দুই পথে,
থামা যাবে না কোথাও—
ফিরতে হবে বিবর্তনে, রাত দিন এক ক’রে!
ফিরতে হবে—
পুরোনো ফেলে আসা উত্স,বিন্দুতে,
হয়তোবা পেয়ে যেতে পারি—
তোমায় কিংবা তোমার মতো কেউ!
তারপর তুলে দেবো—
অনেকের হাতে কিংবা তোমায়,
কিংবা তোমার মতো কারোর হাতে—
জোনাকি নিয়ন আলো!
এরপর ফিরবো আবার—
বিন্ধ্যাচলের পথে, অগস্ত্যযাত্রায়!
ফেলে রেখে যাবো অনন্ত সুখসম্ভার—
যদি তা কুড়িয়ে রাখো কাছে!
বেঁচে যাবে বহুকাল—
অন্তত,আমার না ফেরার কালব্যাপী….!!!