তৃপ্ত হয়েছে উদভ্রান্ত বাতাস—
তৃপ্ত হয়েছে নগ্ন আগুন,
তারপর জল ভরা মেঘেদের সাথে,
ভেসে যায় মুঠো মুঠো ধোঁয়া।
আস্ত একটা ইচ্ছে,
হাড় জির জিরে সেতারের তারে,
অদৃশ্য হাতে ছুঁয়ে ছুঁয়ে ঘোরে,
আর কঙ্কালের চোখে—
খোদাই হতে থাকে,
মৃত জলপথ।
তারপর শোনা যায়—
আসছে বছর আবার হবে,
কেউ জানে না,ঠিক কি হবে!