সেদিন আকাশ দেখেছিল,
ঢেউ উঠেছিল দু চোখের তারায়,
খোঁজ করেছিল আকুল স্রোতে—
খোঁজ করেছিল বালুকা বেলায়,
গাংচিল পায়ের ছাপে,
সন্ধ্যার নির্জন মোহনায়,
বকের সাদা পাখায়—
অস্ত আলো মেখে।
ফিরে গেছে নি:শব্দে!
হয়ে গেছে লীন নীল সমুদ্রে,
তারপর আগলে রাখা ছবিগুলো শেষ,
অধরা বৃষ্টি বিন্দু আর
একরাশ জীবন্ত হোলি—
একসাথে নিশ্চিহ্ন অতীত ভবিষ্যত,
এবার ঠিকানা বাবুই বাসা,
আর কোনও জল—
যাবে না দেখা ফল্গুর বুকে,
অদৃশ্য নিশ্বাস দেখবে না কেউ আর,
রাত্রি নামছে ধীরে চুপিসারে.....