দিকচক্রের আপাত স্থবিরতা বড় নিষ্ঠুর,
সে মাটির বুকে যদি দেখ দৃশ্যমান বিমূর্ততা,
তা তুমি ছুঁতে যাও যদি টের পাবে প্রতি নিঃশ্বাসে!
ক্লান্ত চোখের তারায় ওঠবে জমে ঘন কুয়াশা চাদর,
একদিন তারপর শুধু সাদা বরফ কঠিন আস্তরণ।
বৃথা অভিমান, কিংবা ক্রোধাতুর হয়ও না তখন,
নীল আকাশ মিশেছে সেথায় কোন এক শরীরে,
বিবর্তনের অস্থিরতায় আমি তখন শুধু আপেক্ষিক,
তুমি স্থির থেকে যদি ছুঁতে চাও, বাড়াও হাত—
হয়তো পেয়ে যেতে পার স্পর্শ আমার,
একমুঠো সূর্যোদয় কিংবা সূর্যাস্তের লাল আলোর ছোঁয়ায়!
নয়তো এমনই অনন্ত দূরবর্তী, সময়ের মতো নিঃশব্দে...
মগ্ন থেকে যেতে পারি, আগত কিংবা অতীতের সাথে,
এ যে আমার অহঙ্কার, অলঙ্কারও হয়তো হবে...!!!!!