কোনখানে আর কেউ নেই—
নিঃশব্দ সময় সঙ্গী পেয়েছে খুঁজে,
জেহাদি জীবনের ধারাপাত শেষ অঙ্কে!
কচুপাতার শরীর জুড়ে জুড়ে ছোটে,
পরম দূরবর্তী আলিঙ্গনে অসাড় দৃষ্টি—
আধবোজা চোখের পাতায় ঠায় বসে,
এক আকাশ চুম্বনে—
নিশ্চুপ নিশুতি বাতাস!
তারি মাঝে গোটা শরীর জুড়ে,
উজাড় সংখ্যাগরিষ্ঠ সমর্থন,
তৃপ্তির ঐশ্বর্য গড়ে বসত—
ভাসমান ভূমিহীন দ্বীপে;
চেয়ে চেয়ে দেখে হাজার চোখ,
পাথরকুচির কিনার!
কোনখানে আর কেউ নেই—
তাই কোন সাজা নেই,
নেই ভণিতা কারোর কাছে—
আদি অন্ত শুধু শুন্যবৎ নগ্নতা,  
শুকনো পাতার মত ঝরে পড়া—
তারপর অনেক ফুল ফোটে কঙ্কাল শরীরে,
নিরাবরণ ডালপালায় কৃষ্ণচূড়ার মতো,
এরপর সকালের বাতাস গায়ে পতঙ্গ সঙ্গম;
ধ্বনি তোলে বারে বারে—
আগামী জেহাদি জীবনের।