তুমি কখনো হারাতে পারনি আমায়—
বার বার পরাজিত তোমার অভিপ্রায়,
তবু যদি জয়ী হতে চাও অন্তত একবার,
থামো তবে,স্থির থাকো,থামাও বাড়ানো পা;
ভিক্ষা চাও অস্পৃশ্য করুণা কাছে,
আরক্ত,আনতে, চেয়ে থাক তার মুখপানে।
  
দ্বেষহীন আমি চিরকালের মতো আজো,
তোমার ইচ্ছে পাখি হয়তো মেলবে ডানা—
আজি শর্তহীন জয় উপহার দেব তোমায়,
তবে তা শুধু আমার করুণা দানে,
গতি পথে যদি ঘুরে আসি একবার—
যদি ফিরে এসে দাঁড়াই তোমার পিছে!


তখন না হয় বোকা খুশিতেই হাসো—
আমার সমুখে দাঁড়িয়ে না হয় ভাবো;  
পেরতে পেরেছ আমায় কোনভাবে,
তারপর খুশিতে ওড়াও বিজয় ধ্বজা!
হারিয়ে দেওয়ার মুঠো হাত ছোঁড় আকাশে—
তারপর নির্বোধ উল্লাসে হয়ে যাও দিক্বিদিক!    


কখনো তাচ্ছিল্যের হাসি, হাসি না আমি—
তবু যদি লাগামহীন হয়ে হাসে ঠোঁট,
করুণা জেগে থাকে চোখের তারায়,
দেখো না পিছন ফিরে বিজয়ের গরিমায়—
নিমেষে মিলাবে তখন শেষের সে হাসি,
সঙ্কোচে জেগে ওঠা অসীম বিহ্বলতায়।