সেদিনের পর বেলা অবেলায় কেটেছে অনেক দিন—
অনেক বছরে হয়তো এখন,ধুলো জমা ছবি লীন।
তোমার জন্য সেদিনের পর নেই কোন তাড়াতাড়ি—
রক্তের ঢেউয়ে নেই ছুটোছুটি,নেই নিঃশ্বাসে বাড়াবাড়ি।
সেদিনের পর তোমার যে সব পথগুলো এলোমেলো—
বেশ আছি,তবু জানি না কেমন হয়তো কাটছে ভালো।
সেদিনের পর শুধু রাত আসে দিন সরে সরে যায়—
ঠিকানা হারিয়ে কি যেন খোঁজ তুমি বড় অসহায়।
সেদিনের পর জানি,তোমার পথ শুধু নির্মম আঁকাবাঁকা—
তবু দেখ আমি হাঁটছি কেমন,হাঁটছি সরলরেখা।
সেদিনের পর রাতের শেষে সকাল আসেনি কোন—
রাতের আকাশে সেদিনের পর ওঠেনি সে চাঁদ জেনো।
হয়তো তবু তারও পরে কোথাও তুমি তো আছো—
রাতের রঙে বেরঙ্গীন হয়ে নিঃশব্দে বাঁচো!
সেদিনের পর প্রতিদিন আমি,একটু একটু ভুলি—
সব ভুলে যাওয়া দিন আসবেই,কাটিয়ে এ দিনগুলি।  
সেদিনের পর কতকাল পরে কবিতা লিখেছি একটা—
সে কবিতার পরতে পরতে এঁকেছি যে শুধু,
তোমার—হারানো পথের বাঁকটা।