মরীচিকা অতীতের কৃত্রিমতা আর নেই কোনখানে—
ভেজা ঠোঁটের ঘ্রাণে আধবোজা চোখের পাতা,
উত্তাপহীন আগুন আলো বিদ্রোহী শেষ রাতে,
উল্লাস করে রক্তের স্রোত নিঃশ্বাসে ওড়া বুদবুদ—
বাঁধা নৌকোর যায় খুলে দড়ি মুক্ত স্রোতের টানে!
দুহাত বাড়িয়ে হলুদ সকাল অনেক কালের পরে,
নিয়ে যায় সাথে আকাশের নীলে স্বপ্নলোকের দেশে,
উড়ে যাওয়া পথে খসে খসে পড়ে ছিন্ন পালক—
বাঁচা না বাঁচার হিসেব লেখে রিক্ত ধুলোয়,
ইতিহাস পাতা তারপর লেখে গুপ্ত মন্ত্র শ্লোক—
এঁকে দেয় আগামীর কাছে সহজিয়া স্বপ্ন ছবি,
আগুনের উত্তাপ ঢেলে চেনাবে বলে নতুন আলো।