সাগরের বুক চিরে যদি জেগে ওঠে হঠাৎ কোন দ্বীপ—
তা শুধু অচ্ছুৎ পরিচয়হীন উদ্ভ্রান্ত বালি শরীর!
গাঙচিল পায়ের ছাপে সে যত সাজুক রোদমেখে;
ভেসে আসা ঢেউ হয়তো ক্ষণিক শান্ত তারিপরে—
তারপর দেয় ভেঙ্গে,নিয়ে যায় মুঠো মুঠো মাটি,
শরীরের অলিগলি সব ঘুরে শিরাউপশিরা নেয় ছিঁড়ে,  
বাতাসে ভাসিয়ে দেয় সাদা ফেনা—বিজয় উল্লাসে,
এরপর যদি ওড়ে পরিযায়ী পাখিদের ঝাঁকচোখ,
জলের গভীরে চেয়ে খোঁজে যাযাবর দ্বীপের মাটি,
নীল ক্যানভাসে থেমে যাওয়া ভেজা তুলির সাথে—
তখন নিদ্রামগ্ন চোখের তারায় শুধু কালশিটে রক্তপিণ্ড।