ডুবে গেছে শুক্লা তৃতীয়া চাঁদ অনেক আগে—
জমাট নীলের ঘন কালো আকাশ বুকে!
ঝাউয়ের পাতা জুড়ে বাতাসের ভায়োলিন,
নির্জন চোখের তারায় আঁকে গভীর শূন্যতা!
অন্ধকারের বুকে শিউলির কুঁড়ি,হয়ে ওঠে ফুল—
ভোরের আলোর সাথে যায় ঝরে নীরব অভিমানে।
নির্জনতার বুকে বিদ্রোহী ঝিঁঝিঁদের কেঁপে ওঠা ডানায়,
আদিম রাতের আহ্বান তোলপাড় তোলে সবখানে!
বকুলের গন্ধ মেখে গাছের পাতার ঘরে দুটি পাখি—
ঘুম চোখে স্বপনের বাসা বোনে ঠোঁটে ঠোঁট রেখে,
বাদুড়ের ডানা উড়ে দূর হতে দূরে আরো বহুদূরে।
সংগ্রাম শেষে একা এক জীবিতের বেঁচে থাকা প্রাণ—
বুজে আসা চোখের পাতায় শেষ বার ওঠে চেয়ে,
কি যেন কি ছুঁতে চায় অন্ধকারের বুকে রেখে হাত,
হয়তো দেখবে না সে আর সূর্য ওঠা সকাল—
ঝরা শিউলির মতো।