আর কত নেশাতুর হতে চায় এ রাত—
কাঁচের গ্লাসের গা বেয়ে নামছে বৃষ্টি বিন্দু,
লাল রঙ থৈ থৈ নীল শরীরের কানায় কানায়!
মখমলি চাদরের নবাগত শিরা উপশিরা চুপ,
জেহাদি মিছিলের মুঠো হাত ইশারায় স্থির,
ছোপ ছোপ রক্তের পাশে ওড়ে মাছিদের ডানা,
তবু আধবোজা চোখের পাতায় চলে আইন অমান্য!
যদি সকাল আসে কেউ যেন দিয়ে যায় বলে—
এবার চেয়ে দেখ,তুমি এখন মৃত—শুধু অতীত!
মিছিলের কাঁধে অশুচি শব বৈ কিছু নয়।