অন্য শরীর পেতে হবে এবার—
তোড়জোড় শুরু করা যাক,
মেঘের আড়ালেও তারাগুলো আর নেই,
ডুবে ডুবে ছোটা নৌকোর মাস্তুল—
চেয়ে দেখে পূবের আগুন আকাশ।
নতুন আলো মাখা পালের গায়ে,
বেনামী বাতাস যেতে চায় ছুঁয়ে,
ভাটিয়ালি সুর তাই যায় শোনা—
অন্য শরীরের উদ্দাম আহ্বানে।
যেতে হবে তাড়াতাড়ি তাই—
তোড়জোড় শুরু করা যাক,
নৌকো ভাসানো জোয়ার এসেছে গাঙে।