সকল শূন্যতা জেগে আছে আজো ক্যানভাসে—
গভীর নীল বিষে ডুবেছে আকাশ শরীর,
ছুঁড়ে ফেলা গেছে তবু প্যাঁচানো সর্পিল সময়,
হলুদ আগুনে ডোবানো গেছে কৃত্রিম আহ্বান,
ফেরানো গেছে আলিঙ্গন,কলসপত্রী চুম্বন,    
তার-ও পরে,পরিচয়হীন ছায়া হাঁটে ওই,
তবু ধরা আছে মুঠো,মৃত জোনাকির আলো—
ধুলো ওড়ে অশ্ব ক্ষুরের বাজি রাখা নিঃশ্বাসে,
সাপ লুডো ওঠা নামায় পরোয়া নেই আর!
খেলা চলে জন্ম হতে জন্মান্তরে,মৃত্যুরও পরে,
চলে বিষাদে উল্লাসে পরিণামহীন উন্মত্ততায়,  
তাই বারবার দড়ি দেয় খুলে মাঝি বাঁধা নৌকোর,  
শূন্য ক্যানভাস ওঠে জেগে রঙের মেলায়,  
শেষ চেয়ে ওপারের পানে চোখের তারা!
এরপর ইতিহাস যাবে ডুবে গভীর নীলে,
অস্ত আলো মেখে চিরতরে আকাশের গায়।।