সেদিন ফিঙ্গের মুখে ছিল ফড়িং
নিরীহ ডানায় অনেক ঝাপটেছে সে!
কোকিলের দায়সারা প্রভাতী গানে—
যৌবন এসেছিল,
বাসা বেঁধেছিল ধানের শিষে!
বাতাসের চুম্বনে ঢেউ উঠেছিল ক্ষেতে,
হলুদ প্রেম মাটি ছুঁয়েছিল বার বার,
আলপথে আনমনে—
কিশোরীর ভিজেছিল পা,
শিশির স্নাত ঘাসে ঘাসে বেজেছিল নূপুর,
তারপর উড়ে গেছে ফড়িং ডানা,
পাখিদের মতো সব ওড়া—
পেরেছে উড়তে এবার,
এমনটা হয়তো চায়নিও সে।