অভিমান বেঁচে থাকে শুধু ঝিঁঝিঁদের হাহাকারে,
তার চেয়ে বহেমিয়ান হোক সব,
চেটে পুটে খাক চেরা জিভ,
নীল হয়ে উঠুক নির্বিষ ফ্যাকাসে শরীর,
হাতের তালু জুড়ে কত শত ঘর আঁকা,
তাতে উঠুক হাজার দুয়ারী হাতছানি,
লাগাতে হবে জোর শিরা ছিঁড়ে ছিঁড়ে,
বেরিয়ে যাওয়া চাই—পেরিয়ে যাওয়া চাই,
পথ শুরু কারা পাঁচিলের ওইপার হতে!
অভিমান দেখে না কেউ কোনকালে—
যা সব কিছু লেখা থাক পাতাজুড়ে,  
সময় কেড়েছে অনেক এবার হবে যেতে—
যাওয়া চাই কাঁটা ফোটা রক্ত পায়ে,
হয়তো বাঁচা যাবে আরো কিছুকাল,
দেওয়ালে মাথা কুটে নয় আর হাহাকার—
বোকা ঝিঁঝিঁদের ডানা যে খসে রাত্রির পরে।