ছায়া নামে সবুজ প্রান্তরে,
পাখির বাসায়, সকল ডালপালা জুড়ে,  
জানালার লাল রোদ ধীর পায়ে হাঁটে—
মুছে সব আকাশের নীল!
সাঁঝবাতি আলো ফোটে ভায়োলিন সন্ধ্যারাগে,
বড় ছটপট,বড় হুটোপাটি কে যেন ওই—
পাঁজরের খাঁচা খুলে চায় যেতে উড়ে,  
স্বপ্ন বলাকা ঢেউ তুলে,হারিয়ে দূরে!  
বিকেল বাতাস ধেয়ে আসে সুদূর হতে,  
আকাশের নীল মেশা নদী জল ছুঁয়ে।
ভাটিয়ালি প্রেম ওড়ে নৌকোর সাদা পালে—
খেয়া বেয়ে মাঝি ফেরে ঘরে,
সন্ধ্যার আলপথে চাষিবৌ সারি গান!
আলতা রাঙ্গা পায়ে চকিত কিশোরী,
লজ্জা ফিরে ফিরে দেখে বারে বারে।
সন্ধ্যা নামে আজানের সুরে,
সন্ধ্যা নামে তুলসীতলায়,
সন্ধ্যা নামে অবশেষে,লালটিপ এলোচুলে!
তাড়াতাড়ি ঘুমোও পৃথিবী—
রাত নামুক—আসুক চুপি চুপি ঘন কালো,  
আরও হোক গভীর কালো,  
জোনাক শরীর তারপর জ্বালুক আলো,
পুড়ে খাক হোক আগুণ বিদ্রোহ—
তিলে তিলে বাঁধানো ম্যারাপের পরে।
তারপর বাঁচুক জীবন, জীবনের গানের সুরে।