কাঙালি তুই আরও কাঙালি হ-
ধুলো মাখিয়ে মলিন কর ঝোলা;
ছেঁড়া শরীরের এলো মেলো শিরা-
এলোপাতাড়ি উঠুক ফুলে ফুলে;
কালশিটে হোক আকুতি তোর যত;
তোর উদর জুড়ে জ্বলুক হিরোশিমা-
তবেই অনেক তথ্য মিলবে বইতে;
গবেষণাটা নইলে কিসের জন্য?
বন্ধু পাতা কালো কুকুর সাথে;
নর্দমাতে খাওয়ার যাচ্ছে ভেসে;
শেয়ার কর হাপুস চোখে চেয়ে;
জানিস কি তুই?
ওসব খবর যত!
জ্যান্ত হবে গবেষকের কাছে-  
দিন যাবে তোর তেমনি জ্যান্তমত
-ফ্লাইওভারের দেওয়াল ছাড়া ঘরে।
সন্তান তোর ঝাঁপাক যতই;
শুকনো নগ্ন বুকে;
মৃত স্তনে যতই ঘুমাক-
যুদ্ধ ক্লান্ত কচি কচি দাঁত;
চিন্তা মেখে এখন বাঁচিস যেমন;
তেমনতর বাঁচতে হবে না আর,
কাঙালি তুই আর কটা দিন থাম;
ফ্রি তে নাকি আমড়া ফলবে গাছে;
যাবে পাওয়া হরিলুটের হাটে;
পাকলে আঁটি চুষবো সবাই মিলে;
তখন দেখবি বাঁশের ডগায় বসে-
পরমানন্দে দোল খাবে দাঁড়কাক ।