সবার থাকে না শেষ ট্রেনে তাড়া ফেরার,
ডাক দিয়ে ভোর নামায় না সব পাখি!


নিশুতি রাত ঘুম আঁকে না সব মনে,
সব বাড়িতে ফুঁ পড়ে না সান্ধ্য শাঁখে।


সব মেঘে ঝেঁপে আসে না বৃষ্টি,
নৌকো কখনো ডোবে নদীতে মাঝ!


সব তারা-খসা ইচ্ছে শোনে না,
বাতিঘর সব দেয় না দিকের আঁচ!


সব নাবিকের থাকে না টিনের জাহাজ–
রাজকন্যার সব থাকে না মায়াবী ঝিল;


নকশিকাঁথায় ফোটে না সব সুচ-
সব গল্পের হয় না অন্ত্যমিল।