হঠাৎ যখন, বুকের মাঝে তুফান ওঠে খুব..
মন শুধু চায়, পাগল হয়ে সায়রে তোমার ডুব।


ডুব যদি দিই, নাহয় আমি পাথরকুচি হবো।
অতলে তোমার জানি আমি, ঘুম খুঁজে ঠিক পাবো।


ঘুম ভাসে যদি রাত শহরে, নিয়নের ফুটপাতে..
খুঁজবো তোমায় প্রবলভাবে, খিদের ডাল ভাতে।


খিদের চোটে ঝর্ণা যদি কান্না হয়ে নামে..
ঠোঁঠের ভেতরে ঠোঁট লিখে দাও, সময় তখন থামে।


থামলে সময়, তোমার মুঠোয় আমার শীতঘুম।
তোমায় ছুঁয়ে আমার মাঝে 'আমি'র অন্তর্ধূম।


ধূম মানে তো, মোহ্ আর ভীষণ ভাবে তুমি।
স্বপ্ন আলোয় তোমার বুকে কুঁকড়ে আছি আমি।


তোমার বুকে বিকেল থাকুক, রোদটা আমার পিঠে
গোপন আদর ভেজাক আমার নীলচে কালশিটে।