হে আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস,
তুমি না থাকলে শূন্যতা জমে বুকের অতল গহ্বরে।
তোমার না বলা কথা শুনি আমি নিঃশব্দে—
যেন হৃদয়ে বাজে অব্যক্ত এক কাব্যস্বর।

তুমি পাশে থাকলে, পৃথিবীটাও যেন মিষ্টি লাগে,
তোমার চোখে হারাই, ফিরে যাই স্বপ্ন নীড়ে।
তুমি আমার চাঁদ, আমার সূর্য, আমার গ্রহ-তারা,
তুমি বিহনে জীবন আমার বড়োই দিশে হারা।

আমি ভেঙে যাই, গুঁড়িয়ে যাই,
তবুও তোমার স্পর্শে গড়ে উঠি বারংবার।