আজ তুমি নেই
কিন্তু মনে পড়ে সেই পুরনো স্মৃতি গুলো।
সেই পথের পানে চেয়ে থাকা,
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা
কখন তুমি আসবে।
যখন তোমাকে দেখলাম
আমার মনের শক্তি অনেক গুন বেড়ে গেল।
ইচ্ছে কর ছিলো, তোমাকে উচ্চ স্বরে বলি
"সোনালী" আমি তোমাকে ভালোবাসি।


কিন্তু কেমনে বলি,
তোমার পিছনেই যে, তোমার বড় ভাই আমার পথের কাটা হয়ে দাড়িয়ে থাকে।
আমার না বলা কথা গুলো আর বলা হয় না তোমাকে।


গ্রামের মেঠো পথ ধরে
ছোট ছোট কিশোর কিশোরী খেলা করে
তোমার বাড়ির ঠিক উল্টো দিকে।
ওরা হয়তো তোমারই বাড়ির ছেলেমেয়ে।


একবার এক ছেলে কে ডেকে বলেছিলাম,
তুই কি পারবি আমার এই খাম টা তুলে দিতে তোর আপু কে?
ও ঠিকই  নিয়েছিলো, কিন্তু তোমার হাত পর্যন্ত গিয়ে ওটা পৌছায় নাই।
পৌঁছেছিল তোমার ভাইয়ের হতে।


কি কান্ডটাই না ঘটে ছিলো
তোমাকে কত ভর্ৎসনা ই না শুনতে হয়েছে।
অথচ, তুমি জানতে না যে,
আমি তোমাকে ভালোবাসি।
চলবে-----