সব পাখি নীড়ে ফিরে
                            গোধূলি সন্ধ্যায়,
আমার জীবনের গল্পের শেষ হবে
               কোন এক সোনালী অধ্যায়।


ভাবিনি তোমার সাথে দেখা হবে
                      এ ভাবে দুঃসময়,
ভালোই হলো দেখা হলো  
জেনে নিলাম তোমার এখন চলছে সু-সময়।


যে আমিতে মিশে আছি  
                          তোমার সর্ব-অঙ্গ,
সেখানে প্রবেশ করেছে তোমার মতো
                 কোন এক অসম সম-অঙ্গ।


আমার ভাবনারা কথা কয় এখন
                          আকাশের দেয়ালে,
তোমার ভাবনা গুলো মিশে আছে
                              অসম খেয়ালে।  


আমি-তুমি-তে এখন আর তুমি নেই
                               আছে শুধু বেদনা,
এ ভাবে কাটিয়ে দিব বাকী জীবন
                             তুমি কিছু ভেবো না।